বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০১৪

লাখো কণ্ঠে প্রাণের জাতীয় সংগীত, রেকর্ড করলো বাংলাদেশ।

লাখো কণ্ঠে প্রাণের জাতীয় সংগীত গেয়ে রেকর্ড করলো বাংলাদেশ। নাম উঠে গেল গিনেজ বুক ওয়ার্ল্ড রেকর্ডে। এতে খরচ হলো কমবেশি ৯০ কোটি টাকা। একসাথে এতো মানুষ জাতীয় সংগীত গেয়ে বিশ্বরেকর্ড হলো , গিনেজ বুকে মর্যাদাপূর্ণ উচ্চতায় স্থান করে নিল বাংলাদেশ।বুধবার ছিল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ দিবসেই লাখো কণ্ঠে ধ্বনিত হয়ে ওঠে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা।’ ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানে অংশ নিতে কয়েক লাখ মানুষ জাতীয় পতাকা হাতে প্যারেড গ্রাউন্ডে যায়। ২ লাখ ৫৬ হাজার মানুষের সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশ। 

অনুষ্ঠানে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য থাকলেও কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সম্পূর্ণ ব্যবস্থাপনাকে সাজানো হয়েছিল ব্লকের মাধ্যমে। কোন ব্লকে কোন প্রতিষ্ঠান থাকবে তা আগেই মাইকে ঘোষণা করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷