বুধবার, ৩১ জুলাই, ২০১৩

পথশিশুরা ও আমাদের সন্তান



আমাদের সমাজে রয়েছে অসঙ্খ বঞ্চিত শিশু।বিশেস করে ঢাকা শহরের বিভিন্ন অংশে আমরা এদের দেখতে পাই।এরা আমাদের সমাজের ই অংশ।এরা আমাদের ই সন্তান।এদের প্রতি আমাদের আনেক দায়িত্ত ও করতব্ব রয়েছে।সৃষ্টিকরতা আমাদের সৃষ্টি করেছেন পৃথিবির শ্রেষ্টজিব হিসাবে।পৃথিবির শ্রেষ্টজিব হিসাবে আমদের উচিত সকল জিবের প্রতি দয়াদেখান,তাদের প্রতি সদয় হয়া।সে হিসাবে পথশিশুদের প্রতি আমাদের রয়েছে আনেক দায়িত্ত ও  করতব্ব।এরা মানব সন্তান।অথচ এরা দিন কাটাছে জিবজন্তুর মত।পথের নোংরা আবরজনা হচ্ছে এদের আহার,রাজপথ হচ্ছে এদের আশ্রয়স্থল।দুয়ারে দুয়ারে ঘুরে মানুষের কাছে হাতপেতে এদের জীবন কাটে।

অথচ শ্রেষ্টজিব হয়েও আমরা বিবেকবান মানুষেরা  তা অবলিলায় তা দেকছি।দেখে এমন ভান করছি আমাদের যেন এদের প্রতি কোন দায়িত্ত নেই।আমরা সামরথবান ব্যক্তিরা যদি এদের পাশে এগিয়ে আশি তাহলে তারাও আমাদের সন্তান্দের মত সুষ্ট জীবঞ্জাপনের সুজোগ পাবে।আসুন আমরা এই পথশিশুদের পাশে এসে দাড়াই...।------(সোহেল)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷